
পাঠ্যপুস্তকের সীমাবদ্ধ গন্ডি থেকে বের হয়ে শিশুরা তাদের সৃজনী শক্তিকে কাজে লাগিয়ে ছড়া, গল্প, অঙ্কন ইত্যাদির সমাহার নিয়ে ‘অগ্রযাত্রার 22 বছন’ স্কুল ম্যাগাজিনটি প্রকাশ করছে জেনে আমি খুবই আনন্দিত এবং গর্বিত। এই কাঁচা হাতের শিল্পীরাই চর্চায় থাকলে নিশ্চয়ই একদিন দক্ষ দেশ বরেণ্য কবি, শিল্পী বা সাহিত্যিক হয়ে উঠবে। শিশুদের এই কাজকে মুুদ্রিত করে প্রকাশ করতে যাদের সহযোগিতা ছিল তাদের প্রত্যেককে জানাই অফুরন্ত কৃতজ্ঞতা ও শ্রদ্ধা।
অনেক স্মৃতি নিয়ে বাইশটি